বেলাশেষের অতিথি পলি সায়ন্তনী
২ জানুয়ারি বিকাল ৫টা ৩০ মি: এসএটিভি
এস টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান বেলাশেষে। আড্ড-আলোচনার এই অনুষ্ঠানের প্রতি পর্বে একজন সেলিব্রেটি অতিথি হিসেবে উপস্থিত থাকেন। গল্প আর আলাপের মাধ্যমে তিনি জানান তাঁর জীবনের নানা অজানা কথা, ভবিষ্যতের পরিকল্পনা ইত্যাদি বিষয়। অনুষ্ঠানটির এবারের পর্বের অতিথি জনপ্রিয় সংগীত তারকা পলি সায়ন্তনী।
বড় বোন ডলি সায়ন্তনী ও ভাই বাদশা বুলবুলের অনুপ্রেরণায় সংগীত জগতে আসেন। একই পরিবারের তিন শিল্পী সংগীত জগতে তারকায় পরিণত হওয়ার বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। পলি সাধারণত আধুনিক ও পপ সংগীত পরিবেশন করে থাকেন।
কাজী চপলের প্রযোজনায় অনুষ্ঠানটি এসএটিভিতে প্রচারিত হয় বিকাল ৫টা ৩০ মিনিটে।
সাতদিন/এমজেড/১জানুয়ারি২০১৫