ষষ্ঠ ইন্দ্রিয়

টেলিফিল্ম- ষষ্ঠ ইন্দ্রিয়

২ জানুয়ারি বিকাল ৩টা ৫ মি: চ্যানেল আই

রচনা- শফিকুর রহমান শান্তনুর

পরিচালনা- কামরুজ্জামান রনি
অভিনয়- কুসুম সিকদার, লিটু আনাম, লাকী ইনাম, হাবিব বাহার, শওকত মিলন, সুমন আহমেদ

করপোরেট সংস্কৃতিতে অভ্যস্ত দম্পতি শৈলী আর রাজিব ভালোবেসে বিয়ে করেছিল বছর খানেক আগে। কিন্তু ইদানীং ওদের মাঝে মতপার্থক্য যেন বেড়েই চলেছে। এমনি একদিন শৈলী রাজিবের সঙ্গে ঝগড়া করে বাসা থেকে বেরিয়ে পরে আর অসাবধানতাবশত গাড়ি চালাতে গিয়ে এক্সিডেন্ট করে।
ভাগ্যক্রমে বেঁচে যায় শৈলী কিন্তু দেখা দেয় নতুন সমস্যা। শৈলীর ষষ্ঠ ইন্দ্রীয় যেন প্রখর হয়ে ওঠে। সে মানুষের পাশে তার মৃত্যুকে দেখতে পায়। যে মানুষের পাশে সে মৃত্যু দেখে সেই মানুষ তিনদিনের মধ্যে মারা যাবেই। এতে বিচলিত হয়ে পড়ে শৈলী।
রাজিব বিষয়টা জানতে পেরে শৈলীর কাছে এর প্রমান চাই। সেই প্রমানের পেছনে ছুটতে ছুটতে শত অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হতে হয় তাদের।
টেলিফিল্ম- ষষ্ঠ ইন্দ্রিয় প্রচারিত হবে ২ জানুয়ারি শুক্রবার বিকাল ৩টা ৫ মিনিটে চ্যানেল আই এ। রচনা করেছেন শফিকুর রহমান শান্তনুর ও পরিচালনা করেছেন কামরুজ্জামান রনি। অভিনয় করেছেন কুসুম সিকদার, লিটু আনাম, লাকী ইনাম, হাবিব বাহার, শওকত মিলন, সুমন আহমেদ প্রমুখ।
সাতদিন/জেকে/১ জান ১৪


নাটক

 >  Last ›