নিশো-মেহজাবিনের ‘ব্রেকআপ ব্রেকডাউন’
২ জানুয়ারি সন্ধ্যা ৭ টা ৫০ মি: মাছরাঙা টেলিভিশনে
রচনা: অঞ্জন সরকার জিমির
পরিচালনা: রূপক বিন রউফ
মেহজাবিন ও নিশো একে অপরকে ভালোবাসে। নিশো কোনো কাজ করে না। অন্যদিকে মেহজাবিন বেশ বুদ্ধিমতী ও বাস্তবজ্ঞানম্পন্ন মেয়ে। নিশোর জীবনযাত্রা দেখে তার উপলদ্ধি, এরকম একটা ছেলের সাথে জীবন কাটানো সম্ভব নয়। তাই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে সে। নিশোও সিদ্ধান্তটা মেনে নিয়েছে। আজ তাদের প্রেমের শেষ দিন। এ নিয়ে ৩২ বার এমন ঘটনা ঘটেছে। তবে এবার আর পিছু হটা নয়। এবার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে একজন আরেকজন থেকে দূরে চলে যায়। যোগাযোগ বন্ধ করে দেয়। কিন্তু কিছুদিন পর আবার একজন আরেকজনকে মিস করতে থাকে। এখন কি করবে তারা? দেখার জন্য চোখ রাখতে হবে নাটক ‘ব্রেকআপ ব্রেকডাউন’-এ।
অঞ্জন সরকার জিমির রচনা ও রূপক বিন রউফের পরিচালনায় এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো ও মেহজাবিন। ২ জানুয়ারি, শুক্রবার সন্ধ্যা ৭ টা ৫০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে নাটকটি।
সাতদিন/এমজেড/১জানুয়ারি২০১৫