চিরকুট, শফি মন্ডল, সন্দীপন ও ম্যাজিক বাউলিয়ানা’র সেরা পাঁচ শিল্পী অংশগ্রহণে
ইংরেজি নববর্ষের বিশেষ কনসার্ট: বাউলিয়ানায় বর্ষবরণ (সরাসরি সম্প্রচার)
২ জানুয়ারি বিকাল ৩টা মাছরাঙা টেলিভিশন
উপস্থাপনা: ফেরদৌস বাপ্পী
পরিচালনা: কবির বকুল
শুরু হল নতুন বছর, ২০১৫ খৃস্টাব্দ। ইংরেজি নববর্ষ উপলক্ষে মাছরাঙা টেলিভিশনের আয়োজন ‘বাউলিয়ানায় বর্ষবরণ’।
মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার জয়মন্টপ উচ্চ বিদ্যালয় মাঠে ‘বাউলিয়ানায় বর্ষবরণ’ শিরোনামের কনসার্টটি অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানস্থল থেকে কনসার্টটি সরাসরি সম্প্রচার করবে মাছারাঙা টেলিভিশন। নববর্ষের বিশেষ এই আয়োজনে থাকছে ব্যান্ড চিরকুট, শিল্প শফি মণ্ডল, সন্দীপন ও ম্যাজিক বাউলিয়ানার পাঁচ সেরা শিল্পী’র সংগীত পরিবেশনা।
উল্লেখ্য, ৩১ ডিসেম্বর বিকেলে কনসার্টটি ‘বাউলিয়ানায় বর্ষবিদায়’ শিরোনামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু হরতালের কারণে অনুষ্ঠানের সময়সূচি পরিবর্তিত হয় এবং একই সাথে অনুষ্ঠানের নামও পরিবর্তন করা হয়।
সাতদিন/এমজেড/১জানুয়ারি২০১৫