সময় কাটুক গানে গানে
এবারের শিল্পী তপন চৌধুরী
২ জানুয়ারি রাত ১১টা বৈশাখী টেলিভিশন
উপস্থাপনা- ফারহানা নিশো
বৈশাখী টেলিভিশনের সরাসরি সঙ্গীতানুষ্ঠান ‘সময় কাটুক গানে গানে’র এবারের পর্বে থাকছেন বাংলাদেশের সঙ্গীত জগতের উজ্জ্বল নক্ষত্র তপন চৌধুরী। জনপ্রিয় ব্যান্ড ‘সোলস’-এর ভোকালিস্ট হিসেবে তিনি সঙ্গীত জগতে প্রবেশ করেন। সোলস-এর প্রথম অ্যালবাম প্রকাশিত হয় ১৯৮১ সালে। তপন চৌধুরীর প্রথম একক গানের অ্যালবাম প্রকাশিত হয় ১৯৮৫ সালে। তাঁর গাওয়া জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘মন শুধু মন ছুঁয়েছে’, ‘রসিক কামাল’, ‘কান্দ ক্যানে মন’, ‘পলাশ ফুটেছে’, ‘ডায়েরির পাতাগুলো’ ইত্যাদি।
লাইভ মিউজিক্যাল শো সময় কাটুক গানে গানে অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন ফারহানা নিশো। প্রযোজনা ইসলাম শফিক। প্রচারিত হবে ২ জানুয়ারি শুক্রবার রাত ১১ টায়।
সাতদিন/এমজেড\