রাতে পথে অনুষ্ঠানে দিলরুবা খানের মেয়ে শিমুল খান
২ জানুয়ারি রাত ৯টা ১৫ মি:মোহনা টেলিভিশন
মোহনা টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান ‘রাতে পথে’। অনুষ্ঠানটিতে একজন সেলিব্রেটি থাকেন তাঁর সাথে গভীর রাত পর্যন্ত আলো আধাঁরের আলাপ হয়। আড্ডায় থাকে অতিথির ছেলেবেলা,কর্ম,ভবিষৎ ভাবনা ও জানা অজানা অনেক গল্প। তার স্মরনীয় ঘটনা দর্শকের সাথে শেয়ার করেন।
সেলিব্রেটি আড্ডা রাতে পথে অনুষ্ঠানে এবারের অতিথি জনপ্রিয় ফোক শিল্পী দিলরুবা খানের মেয়ে শিমুল খান।
মা দিলরুবা খানের অনুপ্রেরণায় সংগীত জগতে আসেন শিমুল খান। মায়ের মতই ফোক বা লোক গানের প্রতি তাঁর রয়েছে বিশেষ আগ্রহ। ছোটবেলা থেকেই মায়ের সাথে বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়েছেন।
২০১৩ সালে শিমুলের প্রথম একক অ্যালবাম প্রকাশিত হয়। এ ছাড়া তিনি বেশ কিছু অ্যালবামে যৌথভাবে অন্য শিল্পীদের সাথে কাজ করেছেন। ফোক গানের পাশাপাশি মৌলিক গানও গেয়ে থাকেন তিনি। আগ্রহ আছে ফ্যাশন ডিজাইনিং-এ।
রাতে পথে অনুষ্ঠানটি প্রচারিত হবে ২ জানুয়ারি রাত ৯টা ১৫ মি:মোহনা টেলিভিশনে।
সাতদিন/এমজেড\