তিশা ও রাহুল আনন্দ

এক বিরতির টেলিফিল্ম: এই ছবিটার মূল্য কত?

৩ জানুয়ারি দুপুর ১২টা, মাছরাঙা টেলিভিশন

রচনা: সাগর জাহান
পরিচালনা: জামাল মল্লিক

অভিনয়: তিশা, ইরেশ যাকের, রাহুল আনন্দ

চারুকলা ক্যাম্পাসে তুমুল আলোচনা। ঘটনাটা এবার নিয়ে তৃতীয়বার ঘটল। যতবার সালাম মানুষের ছবি আঁকছে ততবারই একটা করে মৃত্যুর ঘটনা ঘটছে। সবার বারণ সত্ত্বেও সালাম তার ছবি আঁকা থেকে সরে আসতে রাজি না। কিছুদিন পর তার জীবনের প্রথম প্রদর্শনী। এ নিয়ে দিন-রাত ব্যস্ততা। এর মধ্যে স্নেহা নামের একটি মেয়ের প্রেম নিবেদনে রীতিমতো ত্যক্ত-বিরক্ত সালাম। কিন্তু সে যতই বিরক্ত হয় স্নেহা ততই মুগ্ধ হয়। এদিকে অনেক দিন ধরে সালাম একটা ছবি আঁকার চেষ্টা করছে, কিন্তু শেষ করে উঠতে পারছে না। অবশেষে একদিন পুরো ছবিটা আঁকা শেষ হলে সালামের চোখ ছানাবড়া হয়ে ওঠে। কারণ, ছবিটা স্নেহার। এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে টেলিফিল্ম এই ‘ছবিটার মূল্য কত?’।

সাগর জাহানের রচনা ও জামাল মল্লিকের পরিচালনায় এতে অভিনয় করেছেন তিশা, ইরেশ যাকের, রাহুল আনন্দ প্রমুখ। টেলিফিল্মটি প্রচারিত হবে মাছরাঙা টেলিভিশনে।

সাতদিন/এমজেড/৩জানুয়ারি২০১৫


নাটক

 >  Last ›