ফোনো লাইভ স্টুডিও কনসার্ট এ ব্যান্ড সেফোডেসিয়া
২ জানুয়ারি ১২টা ৫ মি একুশে টেলিভিশন
একুশের ফোন লাইভ স্টুডিও কনসার্টে সংগীত পরিবেশন করবেন ব্যান্ড সেফোডেসিয়া। ফোনলাইভ কনসার্ট সম্পর্কে ভোকাল নেদা সাকিবা জানান, ‘আজ একুশে টেলিভিশনের ফোন লাইভ স্টুডিও কনসার্টে নতুন বছরকে বরণ করে নেবার জন্য সব আনন্দের গান করব। আশা করছি দর্শকদের শ্র“তি মধুর কিছু গান উপহার দিতে পারব।’ এছাড়া সংগীতায়জনের ফাঁকে ফাঁকে দর্শকদের সাথে ফোনে সরাসরি আড্ডা দিবেন শিল্পীরা। প্রতি শুক্রবার রাত ১২.০৫ মিনিটে একুশের নিয়মিত এই আয়োজনটির প্রযোজনা করেছেন রিয়াজুম মুনির শৈবাল।
২ জানুয়ারি রাত ১২টা ৫ মিনিটে একুশের ফোন লাইভ স্টুডিও কনসার্টে সংগীত পরিবেশন করবেন ব্যান্ড সেফোডেসিয়া।
সাতদিন/এমজেড