আশির আহমেদ

সকালের ডায়রী ও হাওয়া লাগে গানের পালে’র এবারের অতিথি আশির আহমেদ

৩ জানুয়ারি সকাল ৭টা ৩০ মি:, এসএ টিভি

প্রতিদিন সকালে এক বা একাধিক অতিথির সাথে আড্ডা ও আড্ডার মাঝে সকালের আবহে যায় এমন গানের সমন্বয়ে নির্মাণ করা হয়েছে ‘সকালের ডায়েরী ও হাওয়া লাগে গানের পালে’ শিরোনামের অনুষ্ঠানটি। গানগুলো সরাসরি গাওয়া হবে না। এগুলো এসএটিভি’তে প্রচারিত বিভিন্ন সঙ্গীতানুষ্ঠান থেকে নেয়া হবে। কখনও অতিথি যদি সঙ্গীতশিল্পী হন সেক্ষেত্রে তাঁর সুবিধার জন্য একটি হারমোনিয়াম বা অন্য কোনও বাদ্যযন্ত্র থাকতে পারে। একজন উপস্থাপকের উপস্থাপনায় অনুষ্ঠানটি সঞ্চালিত হবে।


অনুষ্ঠানটির এবারের পর্বের অতিথি জাপানের কিউসি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আশির আহমেদ। তিনি কিউসি বিশ্ববিদ্যালয়ের ‘কম্পিউটার সায়েন্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং’ বিভাগে শিক্ষকতা করছেন। আশির আহমেদের জন্ম সিলেট জেলায়। বুয়েটে ভর্তি হয়ে কিছুদিন ক্লাস করার পরে তিনি শিক্ষামন্ত্রণালয়ের বৃত্তি নিয়ে জাপানে পড়া-শুনা করতে আসেন।


২০০৭ সালে আশির আহমেদ বিয়ে করেন দেশের প্রখ্যাত অভিনেত্রী অপি করিমকে। কিন্তু সে বিয়ে বেশি দিন টিকেনি। তাঁদের বিবাহ বিচ্ছেদ মিডিয়া জগতে আলোড়ন সৃষ্টি করে।


অনুষ্ঠানের সম্ভাব্য সেগমেন্টসমূহ হল অতিথির সাথে আড্ডা, গান শোনা, রাশিচক্র, নানান কিছুর উপর ছোট ছোট প্যাকেজ, জন্মদিনের শুভেচ্ছা, বিভিন্ন বিষয়ে টিপস, বাড়ির আসবাবপত্র, তাৎক্ষণিক চিকিৎসা।

সাতদিন/এমজেড/১জানুয়ারি২০১৪


আড্ডা ও আলোচনা

 >  Last ›