সন্ধ্যা ৬টা ২০ মি, ৭ জুন, এসএ টিভি
সন্ধ্যার মেঘমালায় চম্পা বণিক
প্রযোজনা: কামরুজ্জামান রঞ্জু
এসএ টিভির নিয়মিত অনুষ্ঠান সন্ধ্যার মেঘমালা। বৈঠকী গানের এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থান থেকে গুণী শিল্পীদের আমন্ত্রণ জানানো হয়। অনুষ্ঠানের এবারের অতিথি নতুন প্রজন্মের শিল্পী চম্পা বণিক।
চম্পা বণিক সাধারণত নজরুল সংগীত পরিবেশন করে থাকেন। তিনি ছয়ানটের নজরুল সংগীত বিভাগ হতে ৫ বছরের কোর্স সম্পন্ন করেছেন। পাশাপাশি তিনি আধুনিক বাংলা গানেরও চর্চা করে থাকেন।
সাতদিন/এমজেড