‘অন্তরে মম’

বেলাশেষের অতিথি শিউলি ভট্টাচার্য

৩ জানুয়ারি বিকাল ৫টা ৩০ মি: এসএটিভি

এস টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান বেলাশেষে। আড্ড-আলোচনার এই অনুষ্ঠানের প্রতি পর্বে একজন সেলিব্রেটি অতিথি হিসেবে উপস্থিত থাকেন। গল্প আর আলাপের মাধ্যমে তিনি জানান তাঁর জীবনের নানা অজানা কথা, ভবিষ্যতের পরিকল্পনা ইত্যাদি বিষয়। অনুষ্ঠানটির এবারের পর্বের অতিথি গুণী বেহালাশিল্পী শিউলি ভট্টাচার্য।

শিউলি ভট্টাচার্য অল্প বয়স থেকেই বেহালায় তালিম নিচ্ছেন। দীর্ঘদিন তিনি কলকাতায় অবস্থান করেছেন এবং গুণী শিল্পিদের সান্নিধ্য পেয়েছেন। বর্তমানে তিনি ছায়ানটের বেহালা বিভাগে শিক্ষকতা করছেন।

কাজী চপলের প্রযোজনায় অনুষ্ঠানটি এসএটিভিতে প্রচারিত হয় বিকাল ৫টা ৩০ মিনিটে।

সাতদিন/এমজেড/১জানুয়ারি২০১৫


আড্ডা ও আলোচনা

 >  Last ›