১০০ পর্বে থ্রি কমরেডস
৪ জানুয়ারি রাত ৮টা ২০ মি একুশে টেলিভিশন
পরিচালক- দীপু হাজরা
অভিনয়- করেন হাসান মাসুদ ,শাহরিয়ার নাজিম জয় ও আদনান ফারুক হিল্লোল, ড.ইনামুল হক , নওশীন, অহনা, সীমানা , শামস সুমন, গোলাম ফরিদা ছন্দা, তন্দ্রা, মাসুদ রানা মিঠু , তারেক শপন, লারা লোটাস , শাহানাজ খশিু , শিরিন আলম , খোরশেদ আহামেদ , ইফশিতা জামান, সুমনা সোমা, মুনিয়া, কচি খন্দকার
একুশে টেলিভিশনের প্রযোজনার নির্মিত শফিকুর রহমান শান্তনুরর রচনায় এবং দীপু হাজরার পরিচালনায় ধারাবাহিক নাটক থ্রি কমরেডস এর প্রচার শুরু হয়েছিল প্রতি রবি ও সোমবার রাত ৮.২০ মিনিটে গত নভেম্বর থেকে । আজ নাটকটির ১০০ র্পব প্রচার হবে । কমেডি ধাচের নাটকটি মুলত তিন জন যুবককের জীবনের টানা পোড়েনকে ঘিরে। একটি মেস বাসায় থাকতেন এই তিন জন । কেউ একজন টেক্সি ড্রাইভার , কেউ বা থিয়েটার কর্মী, অন্য জন বেকার । এই তিনজনের জীবন যুদ্দের চিএ ফুটে ওটে এই ধারাবাহিক নাটকটিতে । নাম ভুমিকায় অভিনয় করেন হাসান মাসুদ ,শাহরিয়ার নাজিম জয় ও আদনান ফারুক হিল্লোল। অন্যান্য চরিএে অভিনয় করেন, ড.ইনামুল হক , নওশীন, অহনা, সীমানা , শামস সুমন, গোলাম ফরিদা ছন্দা, তন্দ্রা, মাসুদ রানা মিঠু , তারেক শপন, লারা লোটাস , শাহানাজ খশিু , শিরিন আলম , খোরশেদ আহামেদ , ইফশিতা জামান, সুমনা সোমা, মুনিয়া, কচি খন্দকার প্রমূখ।
নাটকটি সম্পর্কে পরিচালক দীপু হাজরা বলেন, প্রথমেই ধন্যবাদ জানাই আমার ইটিভি কর্তৃপক্ষকে, দিতীয়ত আমার চ্যানেলের চেয়ারম্যন শ্রদ্দেয় আব্দুস সালাম স্যারকে যার অনুপ্রেরনা ও দর্শক চাহিদার কারনে এই নাটকটি ৫২ র্পব হতে বেড়ে ১০৪ চার পর্বে গিয়ে আজ পৌছেছে। অননদ লাগছে আজ এর ১০০তম র্পব প্রচার হবে। এই নাটকটির সাথে র্দীঘদিন সার্বক্ষনিক যাবত যাহারা আমার সাথে থেকে সহযোগীতা করছেন, বিশেষ কওে ধন্যবাদ জানাই সকল পএিকারছার বিনোদোন সংবাদিক সকল বনধুদেরকে।
সাতদিন/জেকে/৩ জানু ১৪