অমিত কর

বেলাশেষের অতিথি কন্ঠশিল্পী অমিত কর

৪ জানুয়ারি বিকাল ৫টা ৩০ মি: এসএটিভি

এস টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান বেলাশেষে। আড্ড-আলোচনার এই অনুষ্ঠানের প্রতি পর্বে একজন সেলিব্রেটি অতিথি হিসেবে উপস্থিত থাকেন। গল্প আর আলাপের মাধ্যমে তিনি জানান তাঁর জীবনের নানা অজানা কথা, ভবিষ্যতের পরিকল্পনা ইত্যাদি বিষয়। অনুষ্ঠানটির এবারের পর্বের অতিথি কন্ঠশিল্পী অমিত কর।


ছেলেবেলা মায়ের কাছেই অমিত করের গানে হাতেখড়ি হয়। ১৯৯৫ সালে বন্ধুদের নিয়ে তৈরি করেন ব্যন্ড ‘রক টাউন’। সে বছরই বের হয় তাদের প্রথম এ্যলবাম ‘নিশাচরী নগরী’ ও ১৯৯৮ সালে বের হয় ‘মধ্যরাতে’। দুটি এ্যালবাম বের হওয়ার পরেই বন্ধ হয়ে যায় ‘রক টাউন’। অমিতও গানের থেকে একটু দূরে থাকেন বেশ কিছু দিন। ২০১২ সালে তিনি ‘আকাশটাকে ছোব বলে’ নামের প্রথম একক অ্যালবামের মাধ্যমে বেশ প্রশংসা কুড়ান। এখন নিয়মিত গান করছেন বিভিন্ন জায়গায়।

কাজী চপলের প্রযোজনায় অনুষ্ঠানটি এসএটিভিতে প্রচারিত হয় বিকাল ৫টা ৩০ মিনিটে।

সাতদিন/এমজেড/১জানুয়ারি২০১৫


আড্ডা ও আলোচনা

 >  Last ›