টি উইথ টুটলি-তে রিজিয়া পারভীন
৪ জানুয়ারি রাত ৯ টা ১০ মি: মাছরাঙা টেলিভিশন
মাছরাঙা টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান ‘টি উইথ টুটলি’। এতে অতিথি হিসেবে থাকবেন জনপ্রিয় সংগীতশিল্পী রিজিয়া পারভীন। প্রাণবন্ত আড্ডায় নিজের সংগীতজীবন, ব্যক্তিজীবন, লাইফস্টাইল, পথচলার নানা অভিজ্ঞতা, মজার ঘটনাসহ অনেক অজানা বিষয়ে কথা বলবেন তিনি।
জনপ্রিয় সঙ্গীতশিল্পী রিজিয়া পারভিন নিয়মিত স্টেজ শো, টিভি লাইভ ও প্লেব্যাক নিয়ে ব্যস্ত সময় পার করছেন। অসংখ্য সিনেমার গানেও কণ্ঠ দিয়েছেন তিনি।
কিন্তু দীর্ঘদিন তার কোনো একক অ্যালবাম বাজারে আসেনি। সর্বশেষ ২০১১ সালে ‘আবার হবে তো দেখা’ শিরোনামের একটি অ্যালবাম প্রকাশ করেন তিনি।
টুটলি রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রকিবুল আলম। অনুষ্ঠানটি প্রচারিত হয় প্রতি রবিবার রাত ৯ টা ১০ মিনিটে।
সাতদিন/এমজেড/৩জানুয়ারি২০১৫