মিলাদুন্নবীর বিশেষ অনুষ্ঠান: বিশ্বনবীর আগমন
৪ জানুয়ারি বিকেল ৫টা ২০মি: বাংলাভিশন
১২ই রবিউল আউয়াল ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। ৫৭০ খ্রীষ্টাব্দের এই দিনে বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা:) জন্মগ্রহণ করেন এবং ৬৩২ খ্রীষ্টাব্দের এদিনে তিনি ইন্তেকাল করেন। পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা:) উপলক্ষে বাংলাভিশনে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘বিশ্বনবীর আগমন’।
অনুষ্ঠানে আলোচনা করেছেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব প্রফেসর মাওলানা মো: সালাহউদ্দিন এবং মাওলানা নাজির মাহমুদ।
অনুষ্ঠানে বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা:)-এর মহান কর্ম ও জীবনী নিয়ে আলোচনার পাশাপাশি মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ-এর উপস্থাপনা ও তারেক আখন্দ-এর প্রযোজনায় অনুষ্ঠানটি বাংলাভিশনে প্রচারিত হবে বিকেল ৫টা ২০মিনিটে।
সাতদিন/এমজেড/৩জানুয়ারি২০১৫