পাললিক তাল

কালিদাস কর্মকারের একক চিত্রপ্রদর্শনী ‘পাললিক তাল’

৫ জানুয়ারি বিকাল ৫টায় উদ্বোধন
৫ থেকে ১৬ জানুয়ারি

আঁলিয়স ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারী

আঁলিয়স ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারীতে বিশিষ্ট শিল্পী কালিদাস কর্মকার-এর শিল্পকর্ম নিয়ে “পাললিক তাল” শীর্ষক চিত্রপ্রদর্শনী শুরু হতে যাচ্ছে। প্রদর্শনীর শুভ উদ্বোধন করা হবে সোমবার, ৫ জানুয়ারী ২০১৫ বিকেল ৫টায় আঁলিয়স ফ্রঁসেজ দ্য ঢাকায় । এই প্রদর্শনীতে প্রায় ৩৫ টি চিত্রকর্ম স্থান পেয়েছে। প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করবেন বাংলাদেশে নিযুক্ত ফরাসী রাষ্টদূত সোফি ওবের। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রুবানা হক, ব্যবস্থাপনা পরিচালক, মহাম্মাদী গ্রুপ এব্ং এনায়েতুল্লাহ খান, চেয়ারম্যান, কসমস শিল্পশালা-৭১ এবং গ্যালারী কসমস।

শিল্পী কালিদাস কর্মকার জন্মগ্রাহণ করেন ১০ জানুয়ারী, ১৯৪৬ খৃ:। ১৯৭৬ সালের আগস্ট মাসে বাংলাদেশ শিল্পকলা একাডেমির গ্যালারিতে অনুষ্ঠিত তাঁর প্রথম একক প্রদর্শনীর মাধ্যমে নিজেকে অন্যতম শিল্পী হিসেবে তুলে ধরেন। তিনি নিজেকে একজন পরীক্ষিত শিল্পী হিসাবে আলাদা করে আজও একক অবস্থান ধরে আছেন। তিনি তাঁর সুনিপুণ শৈল্পিক দক্ষতায়, দার্শনিক মনোভাব, দু:সাহসিক গতানুগতিক উপকরণ এবং মিডিয়ার মাধ্যমে আমদের সকলকে মুগ্ধ করেছেন। বিশেষ করে তাঁর শিল্পকর্মের মিশ্র মিডিয়া কৌশলে তিনি একজন সুনিপুণ গ্রাফিক শিল্পী। তিনি ফরাসী একাধিক রঙের শিল্পকর্মের (সান্দ্রতা প্রক্রিয়া) মধ্যে বিশেষ স্থান অধিকার করে আছেন এবং তাঁর কাজ করার অভিজ্ঞতা আছে বিশ্ব বিখ্যাত শিল্পী এস ডাব্লিউ হেটারের সাথে যিনি ১৯৩০ সালে প্যারিসের আটলায়ার-১৭ তে সান্দ্রতা কৌশল আবিষ্কার করেন।

এ পর্যন্ততার দেশে বিদেশে নির্বাচিত একক চিত্রপ্রদর্শনীর সংখ্যা ৭০। তিনি বহুআন্তর্জাতিক দলীয় প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন ও আন্তর্জাতিক সম্মান লাভ করেছেন। তিনি ১৯৭৬ সন থেকে ফ্রি ল্যান্স শিল্পী হিসেবে দেশেবিদেশে কাজ করে আসছেন। শিল্পী কালিদাসের ছবি বর্তমান সময়, অবিশ্রান্ত, মানবীয় অভিজ্ঞতার সম্পর্কের ভাষা মূর্ত করে তোলে। তার ছবির শেকড় গাঁথা এ জনপদেরই মাটিতে। এ ভূখন্ডের যাপন প্রনালী, নানা ধর্মের সমন্বয়, লোকশিল্পের নানা প্রতীক উপাদন হিসেবে এসেছে শিল্পী কালিদাসের চিত্রকলায়। তিনি অবিরত পোল্যান্ড থেকে প্যারিস, তুরস্ক থেকে টোকিও, ব্রাজিল থেকে বেইজিং ভ্রমণ করেছেন এবং প্রতিবারই স্বদেশের প্রতিটি অনুষ্ঠানে ফিরে আসেন আবেগের বশে।

প্রদর্শনীটি চলবে ১৬ ঐ জানুয়ারী ২০১৪ পর্যন্ত। সোমবার থেকে বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে রাত ৯টা এবং শুক্রবার ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি খোলা থাকবে। রোববার সাপ্তাহিক বন্ধ। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত।

সাতদিন/এমজেড/৪জানুয়ারি২০১৫


প্রদর্শনী

 >  Last ›