মঞ্চ নাটক: রূপচান সুন্দরীর পালা
পরিবেশনায়: বঙ্গলোক নাট্যদল
১৫ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা ৩০ মি:
স্টুডিও থিয়েটার হল, শিল্পকলা একাডেমি, ঢাকা
মঞ্চস্থ হতে যাচ্ছে নাটক ‘রূপচান সুন্দরীর পালা’। এটি বঙ্গলোক নাট্যদলের প্রথম প্রযোজনা। বঙ্গলোক নাট্যদল নাটকটি প্রথম মঞ্চে আনে ২০১৪ সালের মে মাসে। নাটকটি পরিচালনা করছেন সায়িক সিদ্দিক।
পালাটি লেখা হয়েছে বৃহত্তর ময়মনসিংহ কিশোরগঞ্জের ভাষায়। ঐ এলাকার ঐতিহ্যবাহী পালার আঙ্গিকের সাথে মিল রেখে এ নাটকটি রচনা করা হয়েছে।
নাটকে সুন্দরী রূপচানের সাথে সুজনের প্রেম হয়। তাদের প্রেমের করুণ পরিণতি এই নাটকের মূল উপজীব্য বিষয়। এ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন তানভীর হোসেন, রাজীব রাজ, রবিন বসাক প্রমূখ।
সাতদিন/এমজেড