খুনের ঘটনা নিয়ে আজকের অ-এর গল্প
৬ জানুয়ারি রাত ৯টা ৫ মি:, বাংলাভিশন
পরিচালক: তানভীর হোসেন প্রবাল
অভিনয়: সুজাত শিমূল, কামরুল হোসেন, রুবলী
অপরাধ, অলৌকিক, অন্ধকার বিষয়ক এই ধারাবাহিক নাটক অ-এর গল্প। শামীম শাহেদ-এর উপস্থাপনায় ‘অ-এর গল্প’ ধারাবাহিক নাটকটি পরিচালনা করেছেন তানভীর হোসেন প্রবাল। এই পর্বটিতে অভিনয় করেছেন সুজাত শিমূল, কামরুল হোসেন, রুবলী প্রমুখ। আমাদের চারপাশের অপরাধের বাস্তব ঘটনা নিয়ে এ ধারাবাহিকটি নির্মিত হচ্ছে।
নাটকটির এবারের পর্বে দেখা যাবে পরকীয়া প্রেমের কারণে সৃষ্ট পারিবারিক জটিলতা। আর এই জটিলতার কারণে খুন হয় স্বামী।
‘অ-এর গল্প’ ধারাবাহিক নাটক বাংলাভিশনে প্রচারিত হচ্ছে প্রতি সপ্তাহের মঙ্গল ও বুধবার রাত ৯টা ৫মিনিটে।
সাতদিন/এমজেড/৬জানুয়ারি২০১৫