আফজাল হোসেন ও কবি আসাদ চৌধুরী

কবি আসাদ চৌধুরী’র মুখোমুখি অভিনয়শিল্পী ও নির্মাতা আফজাল হোসেন

৬ জানুয়ারি রাত ১১টা ২৫ মি:, বাংলাভিশন

রাতের নির্জনতায় বিশিষ্টজনদের জীবনের বিভিন্ন দিক নিয়ে একান্ত আলাপচারিতায় সমৃদ্ধ স্ট্রিট শো ‘রাত বিরাতে’-র এবারের পর্বের অতিথি অভিনয়শিল্পী ও নির্মাতা আফজাল হোসেন। অনুষ্ঠানে তিনি কথা বলেছেন তাঁর জীবনের নানা গুরুত্বপূর্ণ ঘটনা, জানা অজানা তথ্যসহ ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে। রাতের সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি উপস্থাপকের সঙ্গে তাঁর স্মৃতি বিজরিত স্থানে বেড়িয়েছেন।

বাংলাদেশের সাংস্কৃতিক জগতে অতি পরিচিত মুখ আফজাল হোসেন। তিনি একাধারে অভিনয়শিল্পী, নির্মাতা এবং চিত্রশিল্পী। মঞ্চ, চলচ্চিত্র ও টেলিভিশনে অভিনয় করেছেন সমান দক্ষতায়। বিজ্ঞাপণ নির্মাতা হিসেবে বেশি পরিচিত হলেও নাটক পরিচালনা ও মঞ্চ নির্দেশনার সাথেও যুক্ত আছেন।

ছোটবেলায় যাত্রা, মঞ্চ-অভিনয় ও নানা সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন অভিনেতা আফজাল হোসেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে উচ্চাশিক্ষার জন্য ভর্তি হলে তাঁর সাথে ঢাকা থিয়েটারের যোগাযোগ ঘটে যায়। ঢাকার মঞ্চে অভিনয় শুরু হয় সেই থেকেই।

৮০-এর দশকে সুবর্ণা মোস্তফার সাথে জুটি বেঁধে অভিনয় করেছেন এবং রোমান্টিক নায়ক হিসেবে ব্যাপক খ্যাতি অর্জন করেছেন। এই জনপ্রিয় জুটি টেলিভিশনের দর্শকদের উপহার দেন অসাধারণ কিছু নাটক।

‘দুই জীবন’ শিরোনামের চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে আফজাল হোসেন বড় পর্দার জগতে পা রাখেন। এ সিনেমায় তাঁর বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়িকা দিতি।

আফজাল হোসেন বর্তমানে একটি বিজ্ঞাপণী সংস্থার কর্ণধার। বাংলাদেশের বিজ্ঞাপণ জগতে তিনি বড় অবদান রেখেছেন। মডেলিং-কে তিনি নিয়ে গেছেন অন্য এক উচ্চতায়।

কবি আসাদ চৌধুরী’র উপস্থাপনায় বাংলাভিশনে আজ রাত ১১টা ২৫ মিনিটে প্রচারিত হবে ‘রাত বিরাতে’র এই পর্বটি। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন কাওনাইন সৌরভ।

সাতদিন/এমজেড/৫জানুয়ারি২০১৫


আড্ডা ও আলোচনা

 >  Last ›