তানজিন তিশার চায়ের কাপে আড্ডা

তানজিন তিশার ‘চায়ের কাপে আড্ডা'

৬ জানুয়ারি সকাল ৭টা ৩০ মি এটিএন বাংলা

গ্রন্থনা ও পরিচালনায়-ফয়সাল মাহমুদ

প্রথমবারের মতো এটিএন বাংলার নিয়মিত অনুষ্ঠান উপস্থাপায় ‘মডেল তানজিন তিশা’। নতুন বছরের প্রথম দিন থেকে এটিএন বাংলায় শুরু হয়েছে প্রভাতী অনুষ্ঠান ‘চায়ের চুমুকে’। অনুষ্ঠানটি যৌথভাবে উপস্থাপনা করছেন তানজিন তিশা এবং ইমতু। এর আগে বেশ কিছু অনুষ্ঠান ইমতু উপস্থাপনা করলেও তানজিন তিশা এবারই প্রথম। স্টুডিওতে এ দুজন থাকলেও অনুষ্ঠানের আউটডোরে অংশগহন করছেন আরও দুজন উপস্থাপিকা।
একটি সুন্দর সকালের আহবানে প্রভাতী এই অনুষ্ঠানে থাকছে নানা আয়োজন। অনুষ্ঠান প্রচারিত দিনগুলোতে যেসব বিখ্যাত ব্যক্তি জন্মগ্রহণ করেছেন তাঁদের জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়। এছাড়াও নির্দিষ্ট দিনের বিখ্যাত ও ঐতিহাসিক ঘটনা এবং আবিস্কারের কথাও তুলে ধরা হয় অনুষ্ঠানে। ১২ রাশির জাতক-জাতিকার জন্য দিনটি কেমন যাবে অর্থাৎ প্রতিদিনের রাশিফল অনুষ্ঠানের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়। সারা দিনব্যাপী এটিএন বাংলার পর্দায় যেসব অনুষ্ঠানমালা প্রচার হবে দর্শকদের জন্য তা জানিয়ে দেয়া হয়।
এসব আয়োজন ছাড়াও অনুষ্ঠানের প্রতিটি পর্বে মন ভালো করার মতো একটি করে গানের মিউজিক ভিডিও প্রচার করা হবে। অনুষ্ঠানে ভোরের আবহের সঙ্গে সঙ্গতিপূর্ণ গানগুলোই প্রচার করা হবে। পঞ্চকবির গানের পাশাপাশি অনুষ্ঠানে হাসন রাজা, লালন ফকির, রজনীকান্ত, অতুল প্রসাদ, শাহ আব্দুল করিমের গান প্রচার করা হবে। মাঝে মাঝে ইন্সট্রুমেন্টাল মিউজিক প্রচার করা হবে। প্রতিদিনের সংবাদ পত্রের শিরোনাম, নিত্যদিনের প্রয়োজনীয় টিপসসহ আরও অনেক আয়োজন থাকছে ‘চায়ের কাপে আড্ডা’ অনুষ্ঠানে।
ফয়সাল মাহমুদের গ্রন্থনা ও পরিচালনায় অনুষ্ঠানটি প্রচার হচ্ছে রবি থেকে বৃহস্পতিবার সকাল ৭.৩০ মিনিটে এটিএন বাংলায়।
সাতদিন/জেকে/৬জান২০১৫


আড্ডা ও আলোচনা

 >  Last ›