গেস্ট লেকচার সিরিজে
হেইসনাম কানাইলাল
৬ জানুয়ারি বিকাল ৫টা
ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র, গুলশান, ঢাকা
সাংস্কৃতিক কেন্দ্র নিয়মিতভাবে লেকচার সিরিজের আয়োজন করে আসছে। এরই ধারাবাহিকতায় ‘সন্ধ্যা-অ্যা সেন্টার ফর এডভান্সমেন্ট অফ সাউথ এশিয়ান কালচার’ ও ‘ইন্দিরাগান্ধী সাংস্কৃতিক কেন্দ্র’ যৌথভাবে এক লেকচারের আয়োজন করেছে। এতে বক্তব্য রাখবেন উপমহাদেশের বিখ্যাত মঞ্চ ব্যক্তিত্ব হেইসনাম কানাইলাল।
হেইস্নাম কানাইলাল ১৯৬৯ সালে কলাক্ষেত্র মনিপুর নামে একটি সংগঠন গড়ে তোলেন। তখন থেকেই তিনি নাট্যান্দোলনের সাথে যুক্ত হন। ভারতীয় ঐতিহ্যের সাথে নিজস্ব চিন্তা চেতনার সংমিশ্রন ঘটিয়ে তিনি নানা পরীক্ষা নীরিক্ষা চালাতে থাকেন।
তাঁর প্রধান সৃষ্টিকর্মগুলোর মধ্যে রয়েছে—‘কেইয়োবা’, ‘ইমফাল’, ‘পেবেত’, ‘হুরাংবাগি এশেই’, ‘মেময়ারস অফ আফ্রিকা’, ‘রশোমন’, ‘মিগি সারং’, ‘দ্রৌপদী’, ‘ডাকঘর অফ টেগর’, ‘শ্যাডোয়িং দ্য ওয়াইল্ড ওম্যান’ ইত্যাদি।
তিনি ‘পদ্মশ্রী’, ‘সঙ্গীত নাটক একাডেমি এওয়ার্ড’, ‘সঙ্গীত নাটক একাডেমি রত্ন এওয়ার্ড’সহ সারা জীবনে বহু খেতাব পুরস্কার জয় করেছেন।
সাতদিন/এমজেড/৫জানুয়ারি২০১৫