বাংলার মাটি বাংলার জল

মঞ্চ নাটক: বাংলার মাটি বাংলার জল

৭ জানুয়ারি সন্ধ্যা ৬টা ৩০ মি:

মূল মিলনায়তন, শিল্পকলা একাডেমি, ঢাকা

নাট্যদল পালাকার-এর প্রযোজনায় মঞ্চস্থ হবে নাটক ‘বাংলার মাটি বাংলার জল’। রবীন্দ্রনাথ ঠাকুরের ছিন্নপত্র অবলম্বনে নাটকটি রচনা করেছেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক এবং নির্দেশনা দিয়েছেন আতাউর রহমান।

নাটকটির সময়কাল ধরা হয়েছে ১৮৮৯ থেকে ১৮৯৫ যা রবীন্দ্রনাথের জীবন-সাধনা পর্ব নামে পরিচিত। এসময় কবি পূর্ব বাংলায় অবস্থান করেছিলেন এবং এখানকার মাটি, মানুষ এবং প্রকৃতিকে খুব কাছ থেকে দেখেছিলেন। এই নাটকের কেন্দ্রীয় চরিত্র রবীন্দ্রনাথ যাকে ঘিরে নাটকের কাহিনী আবর্তিত হয়। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন শামীম সাগর, নাহিদা শারমিন শর্মী, শাহানা বাপ্পি, সেলিম হায়দার, ফাহমিদা মল্লিক শিশির প্রমূখ।

সাতদিন/এমজেড/৬জানুয়ারি২০১৫


প্রদর্শনী

 >  Last ›