সন্ধ্যা ৬টা ২০ মি, ১০ জুন, এসএ টিভি
সন্ধ্যার মেঘমালায় উপমা
এসএ টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান সন্ধ্যার মেঘমালা। বৈঠকী গানের এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গুণী সংগীতশিল্পীদের আমন্ত্রণ জানানো হয়। অনুষ্ঠানটির এবারের পরগবের অতিথি নতুন প্রজন্মের সংগীতশিল্পী উপমা।