দ্য ফিল্ম ফ্যাক্টরি’র অতিথি
আহমেদ শরীফ
৪ ফেব্রুয়ারি রাত ৯টা ২০ মি:, এসএ টিভি
প্রতি সপ্তাহের আন্তর্জাতিক অঙ্গনে মুক্তিপ্রাপ্ত সেরা ১০ টি চলচ্চিত্র নিয়ে ‘‘ফিল্ম ফ্যাক্টরী” অনুষ্ঠানটি সাজানো হয়। সেই সাথে চলচ্চিত্রের সাথে জড়িত একজন বিশিষ্ট ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হয়। অনুষ্ঠানের উপস্থাপক অতিথির সাথে চলচ্চিত্র জগতের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করেন। সদ্য মুক্তি পাওয়া চলচ্চিত্রগুলোর গল্প, গান, পেছনের গল্প, পরিচালকের দৃষ্টি ভঙ্গি ইত্যাদি বিষয় নিয়ে এই অনুষ্ঠানটি নির্মিত হয়।
অনুষ্ঠানটির এবারের পর্বে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন প্রবীণ অভিনেতা ও নির্মাতা আহমেদ শরীফ। তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের চলচ্চিত্র জগতে কাজ করে যাচ্ছেন। তিন’শ-এর বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন এই গুণী শিল্পী এবং একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। পাশাপাশি ছোট পর্দাতেও কাজ করেছেন। তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি’র সাবেক সভাপতি আহমেদ।
২০০১ সালে তিনি ছোট পর্দার নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করেন। আহমে শরীফ নির্মিত নাটক ও টেলিফিল্মের মধ্যে রয়েছে—‘ক্ষণিক বসন্ত’, ‘ফুল ফুটে ফুল ঝরে’, ‘মাইরের উপর ওষুধ নাই’ ইত্যাদি।
অভিনয় ও পরিচালনার পাশাপাশি আহমেদ শরীফ বিভিন্ন সময় সমাজসেবামূলক কাজেও নিজেকে নিয়োজিত করেছেন। তিনি তামাক বিরোধী আন্দোলনের সাথে যুক্ত আছেন।
অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তাহামিনা কেয়া। এসএ টেলিভিশনে প্রচারিত হয় প্রতি বুধবার রাত ৯টা ২০ মিনিটে।
সাতদিন/এমজেড/৬জানুয়ারি২০১৫