বিজ্ঞাপন

৬ষ্ঠ পর্বে 'যুক্তি তক্কো আর গপ্পো'

আজকের বিষয় ‘বিজ্ঞাপন’

৭ জানুয়ারি সন্ধ্যা ৭টা ৪৫ মি: দেশটিভি

অংশগ্রহণে- শংকর সাওজাল, মডেল ও অভিনেত্রী ফারিয়া শবনম এবং তরুণ বিজ্ঞাপন নির্মাতা।

‘যুক্তি তক্কো আর গপ্পো’ একটি টকশো। তবে এর উপস্থাপন গতানুগতিক টকশোর চেয়ে আলাদা। এটি বিষয় ভিত্তিক, প্রতিটি পর্বে নতুন নতুন বিষয়ে আলোচনা করা হবে। আলোচকদের মধ্যে থাকবেন উক্ত বিষয় সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ আর সেই সাথে থাকবেন একজন সঞ্চালক। গল্প হবে, আড্ডা হবে, কথার বিপরীতে কথা হবে, হবে যুক্তি খন্ডন। এই আড্ডা জীবনঘনিষ্ট বিভিন্ন বিষয়গুলো নিয়ে যে ভিন্ন ভিন্ন মতগুলি রয়েছে সবগুলো মতকে এক

বিজ্ঞাপন23

জায়গায় নিয়ে আসার একটা প্রয়াস। এখানে বিভিন্ন মতের পক্ষে-বিপক্ষে নানারকম যুক্তি তর্ক উপস্থিত হবে, যার লক্ষ্য থাকবে দিনশেষে এই আলোচনা এবং তর্ক যেন দর্শকের ভাবনার খোরাক জোগায়। অনুষ্ঠানটিকে সরাসরি দর্শকদের সঙ্গে সম্পৃক্ত করার জন্য থাকবে দর্শক মতামত। দর্শকরা আলোচ্য বিষয় নিয়ে তাদের অভিযোগ ও প্রত্যাশার কথা জানাবেন। এবারের বিষয় বিজ্ঞাপনচিত্রে ব্যবসা আর সামাজিক দায়বদ্ধতা।
রবিউল করিমের পরিকল্পনায়, আবদুল্লা আল মামুনের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করবেন আলমগীর হোসেন। অনুষ্ঠানটি প্রতি বুধবার রাত ৭টা ৪৫ মিনিটে দেশটিভিতে প্রচারিত হবে।
সাতদিন/জেকে/৭জান২০১৫


আড্ডা ও আলোচনা

 >  Last ›