আনন্দ ভ্রমণের বিষয় গাজীপুর বঙ্গবন্ধু সাফারি পার্ক

১৫ জানুয়ারি বিকাল ৪টা ৩০ মি:, জিটিভি

উপস্থাপনা: মিম
প্রযোজনা: এইচ এম রাজন

গাজি টিভি’র ভ্রমণ বিষয়ক অনুষ্ঠান ‘আনন্দ ভ্রমণ’। অনুষ্ঠানটির প্রতি পর্বে একটি আধুনিক টুরিস্ট স্পট ও একটি ঐতিহাসিক স্থান নিয়ে প্রতিবেদন দেখানো হয়। অনুষ্ঠানটির এবারের পর্বে ঐতিহাইক স্থান হিসেবে থাকছে গাজীপুর বঙ্গবন্ধু সাফারি পার্ক।

গাজীপুর জেলায় অবস্থিত বঙ্গবন্ধু সাফারি পার্কের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় ২০১০ সালে। ২০১৩ সালে এটি উদ্বোধন করা হয়। প্রায় ৩৬৯০ একর জায়গা জুড়ে এই পার্ক অবস্থিত। ঢাকা থেকে ৪০ কিলোমিটার উত্তরে ঢাকা-ময়মনসিংহ সড়কের বাঘের বাজার থেকে ৩ কিলোমিটার পশ্চিমে এই পার্কটি অবস্থিত।

এই সাফারি পার্কে রয়েছে বিলুপ্তপ্রায় ও দুর্লভ প্রজাতির বৃক্ষ, কোর সাফারি, সাফারি কিংডম, বায়োডাইভারসিটি পার্ক, এক্সটেনসিভ এশিয়া সাফারি, বাঘের আস্তানা, সিংহের আস্তানা, চিত্রা হরিণ, কালো ভাল্লুক, সাম্বার হরিণ ও জলহস্তীর আস্তানা। এ ছাড়াও রয়েছে ডরমেটরি, বন্যপ্রাণী হাসপাতাল, ঝুলন্ত সেতু, ন্যাচারাল হিস্ট্রি পর্যবেক্ষণ কেন্দ্র, গুইসাপ পার্ক, ফেন্সি কার্প পার্ক, ক্রাউন ফিজেন্ট পাখিশালা, পেলিকেল পাখির জলাধারা, অতিথি পাখির জলাধারা, বার্ডশো গ্যালারি, অর্কিড হাউস, ফোয়ারা, প্রজাপতি-পেঁচা ও শকুনের আস্তানা, ক্যাঙ্গারু গার্ডেন, হাতি গ্যালারি, লেক ও জলাধারা ইত্যাদি। সব মিলিয়ে বন্য প্রকৃতিকে কাছ থেকে দেখার এক অনন্য সুযোগ সৃষ্টি করেছে এই সাফারি পার্ক।

সাতদিন/এমজেড/৬জানুয়ারি২০১৫


ডকুমেন্টারি

 >  Last ›