ক্যারিয়ার বিষয়ক সরাসরি অনুষ্ঠান- ক্যারিয়ার কেয়ার

এবারের বিষয় হোটেল ম্যানেজমেন্ট

৭ জানুয়ারি রাত ৮ টা মোহনা টেলিভিশন

ইবনুল জেবিনের প্রযোজনায় সপ্তাহের প্রতি বুধবার সরাসরি দেখবেন ক্যারিয়ার বিষয়ক অনুষ্ঠান‘‘ক্যারিয়ার কেয়ার’’। অনুষ্ঠানটিতে প্রতি পর্বে ক্যারিয়ারের একটি বিষয়ের উপর দর্শকদের বিভিন্ন তথ্য জানিয়ে দেন একজন অভিজ্ঞ অতিথি। মানুষ পড়াশুনা শেষ করে ভাবে কিভাবে তিনি তার ক্যারিয়ার সাজাবেন। কোন বিভাগে তার ক্যারিয়ার সফলতা অর্জন করবে। এ সব বিষয় নিয়ে মুলত ক্যারিয়ার কেয়ার । অনুষ্ঠানটিতে ক্যারিয়ারের সফলতা, ব্যর্থতা, সব কিছু দর্শদের জানিয়ে দেয়া হবে। তাছাড়া দর্শকরা সরাসরি ফোনের মাধ্যমে ও অতিথির সাথে তাদের সমস্যা সমাধান করতে পারবেন। এ পর্বের বিষয় হোটেল ম্যানেজমেন্ট। এ পর্বের অতিথি আর্ন্তজাতিক খ্যাতি সম্পূর্ন শেফ টনি খান। দেখবেন প্রতি বুধবার রাত ৮ টায়।


ম্যাগাজিন

 >  Last ›