প্রামাণ্যচিত্র ‘হক-এর ঘর’ এর মোড়ক উন্মোচন
৭ জানুয়ারি বিকাল ৪টা
মুক্তিযুদ্ধ জাদুঘর. সেগুনবাগিচা, ঢাকা
বাউল সম্রাট লালন সাঁই-এর অনুসারীদের সংগ্রামের গল্প উঠে এসেছে ফখরুল আরিফিন খান পরিচালিত প্রামাণ্যচলচ্চিত্র ‘হক-এর ঘর’এ। ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে এই প্রামাণ্যচিত্রটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। ৭ জানুয়ারি ২০১৫ তারিখে চলচ্চিত্রটির ডিভিডি’র মোড়ক উন্মোচন করা হবে।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানের অংশ হিসেবে থাকছে আলোচনা সভা ও বাউল সন্ধ্যা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, চলচ্চিত্র ও টিভি ব্যক্তিত্ব মোরশেদুল ইসলাম এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ।
‘হকের ঘর (Home of Truth)’ বলতে সেই ঘরকে বোঝানো হয় যেখানে ফকির লালন সাঁইজি স্রষ্টার আরাধনা, আত্মিক উন্নতি ও দর্শন চর্চা করতেন। এই ঘরই এখন আমাদের কাছে ‘লালন সাঁইের আখড়া’ নামে পরিচিত। ১৯৮০ সালে তৎকালীন জেলা প্রশাসক স্থানীয় কিছু প্রভাবশালী ব্যাক্তি ও মাদ্রাসার কিছু ছাত্রকে সাথে নিয়ে লালন সাঁইজীর অনুসারীদের কাছ থেকে হক-এর ঘরের চাবি কেড়ে নেয়। পরে অনেক আইনি প্রক্রিয়ার মধ্যদিয়ে বাউলরা তাদের অধিকারের আইনি স্বীকৃতি পায়। কিন্তু কিছু মুনাফালোভী ব্যাক্তিবর্গ আদালতের রায় অমান্য করে হক-এর ঘর বাউলদের না দিয়ে নিজেদের দখলে রেখেছে। এসব গল্পই উঠে এসেছে ‘হক-এর ঘর’ শিরোনামের প্রামাণ্যচিত্রে।
সাতদিন/এমজেড/৬জানুয়ারি২০১৫