A PHP Error was encountered

Severity: Notice

Message: Trying to get property of non-object

Filename: models/sitemodel.php

Line Number: 273

প্রতিবন্ধীদের জন্য কনসার্টে জলের গান | সাতদিন

প্রতিবন্ধীদের জন্য কনসার্টে জলের গান

৮ জানুয়ারি দুপুর ২টা

রবীন্দ্র সরোবর, ধানমণ্ডি, ঢাকা

আমাদের দেশের মোট জনসংখ্যার প্রায় ১০ শতাংশ কোন না কোনভাবে প্রতিবন্ধীতার সম্মুখিন হয়ে থাকেন। এই বিশাল সংখ্যক মানুষকে কর্ম ক্ষেত্রে সম্পৃক্ত করতে তেমন কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি। এ বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষে আয়োজন করা হয়েছে ‘কনসার্ট ফর ইনক্লিউশ’ শীর্ষক এক কনসার্টের।

এই কনসার্টে জনপ্রিয় ব্যান্ড জলের গানের পাশাপাশি শহরতলী, আবর্তন, নেফারিয়াস সেন্টিনেল, চিত্রনায়ক ফেরদৌস’সহ আরও অনেকে অংশ নিচ্ছেন।

‘বি-স্ক্যান’ নামের একটি সংগঠন দীর্ঘদিন যাবত প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে আসছে। তাদেরই উদ্যোগে প্রকাশিত পত্রিকা ‘অপরাজেয়’। ত্রৈমাসিক এই পত্রিকাটির দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এই কনসার্ট আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। ২০১২ সালের ডিসেম্বর মাস থেকে পত্রিকাটি প্রকাশিত হচ্ছে। উল্লেখ্য, পত্রিকাটি সম্পূর্ণভাবে প্রতিবন্ধীদের দ্বারা পরিচালিত হয়।

সাতদিন/এমজেড/৭জানুয়ারি২০১৫