ইনফো লেডিদের নিয়ে এবারের
হৃদয়ে মাটি ও মানুষ
১০ জানুয়ারি রাত ৯টা ৩৫ মি, চ্যানেল আই
তথ্য প্রযুক্তির সুবাতাস প্রবাহিত হচ্ছে সবখানে। যারা নিজেদের তাগিদে প্রযুক্তির কাছে ছুটে যাচ্ছেন তারা রয়েছেন মূলস্্েরাতে। এর বাইরের মানুষের দোরগোড়ায় করা নাড়ছে কৃষি-তথ্য, স্বাস্থ্য ও উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার পরামর্শ। তথ্যকল্যাণী বা ইনফো লেডি। যাদের প্রাত্যহিক সেবায় চোখ খুলে যাচ্ছে পিছিয়ে থাকা প্রামীণ জনগোষ্ঠির। নেত্রকোনার পূর্বধলা উপজেলার রাজপাড়ার তথ্যকল্যাণীদের কার্যক্রম নিয়ে হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে আজ ১০ জানুয়ারি রাত ৯.৩৫ মিনিটে প্রচার হবে বিশেষ প্রতিবেদন। অনুষ্ঠানটি পরিকল্পনা, উপস্থাপনা ও পরিচালনা করছেন শাইখ সিরাজ।