ভব নদীর কুলে
চট্টগ্রামের আঞ্চলিক গান নিয়ে সন্দীপন
৮ জানুয়ারি রাত ১১টা ৩০ মি, এনটিভি
উপস্থাপনা- পারভেজ
এন টিভি’র সাপ্তাহিক সরাসরি গানের অনুষ্ঠান ‘ভব নদীর কুলে’। আধ্যাত্মিক ও আঞ্চলিক গান নিয়ে বৈঠকী গানের এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন সুফি ঘরানার শিল্পী পারভেজ । অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থান থেকে গুনী শিল্পীদের আমন্ত্রন জানানো হয়। এবারের অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন সন্দীপন। তিনি ফোক ফিউশন, ক্লাসিক্যাল, রিমেক, পপ ফিউশনসহ বিভিন্ন ধারার গান গেয়ে থাকেন। তবে তাঁর গাওয়া ফোক ফিউশনই বেশি জনপ্রিয়তা পেয়েছে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন জাহাঙ্গীর চৌধুরী।
সরাসরি গানের অনুষ্ঠান ভব নদীর কুলে প্রচারিত হয় প্রতি বৃহস্পতিবার রাত ১১ টা ৩০ মিনিটে এনটিভিতে।
সাতদিন/এমজেড