বিকাল ৫টা ৩০মি, একুশে টেলিভিশন
নতুন ব্যান্ডের খবরাখবর নিয়ে একুশে মিউজিক ল্যাব
উপস্থাপনা: সাবাবা মনজুর
প্রযোজনা: ঈশা খান দূরে
একুশে মিউজিক ল্যাবের মাধ্যমে দেশের আপকামিং ব্যান্ড এবং সলো মিউজিশিয়ানদের একটি প্ল্যাটফর্ম করে দেয়া হয়, যেখানে তারা তাদের প্রতিভা বিকাশের সুযোগ পান। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ঈশা খান দূরে। অনুষ্ঠান সম্পর্কে ঈশা খান দূরে জানান, ‘আমরা সরাসরি এবং বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচুর নতুন নতুন ব্যান্ড এবং সলো মিউজিশিয়ানদের অনুরোধ পাই। আর এই ট্যালেন্টেড মিউজিশিয়ানদের নিয়েই ‘একুশে মিউজিক ল্যাব’ নির্মান করা হয়।’ একুশে মিউজিক ল্যাব সম্পর্কে অনুষ্ঠানটির উপস্থাপক সাবাবা মনজুর জানান, ‘সেই ছোট বেলা থেকেই আমি ব্যান্ড সঙ্গীতের একনিষ্ঠ ভক্ত। আর তাই একুশে মিউজিক ল্যাব ব্যান্ড রিলেটেড অনুষ্ঠান হওয়াতে, অনুষ্ঠানটি উপস্থাপনা করে বেশ উপভোগ করি।’
একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন ‘একুশে মিউজিক ল্যাব’ নিয়ে প্রতি বৃহস্পতিবার বিকাল ৫টা ৩০ মিনিটে দর্শকদের সামনে হাজির হবেন সাবাবা মনজুর। দেশের আন্ডারগ্রাউন্ড ব্যান্ডের খোঁজ খবর নিয়ে নির্মিত এই অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ঈশা খান।
সাতদিন/এমজেড