মমতাজের কিছু গল্প কিছু গান
৮ জানুয়ারি রাত ১১টা এটিএন বাংলা
উপস্থাপনা- রুকসানা কবীর কাকলী
ব্যাতিক্রমী এই সঙ্গীতানুষ্ঠানটি সাজানো হয়েছে ফোক সম্রাজ্ঞী মমতাজ এর সাথে গল্প আর গানে। ‘কিছু গল্প কিছু গান’ শিরোনামের এই সঙ্গীতান্ষ্ঠুানে গানের পাশাপাশি রয়েছে গানের নেপথ্য গল্প, মমতাজের শিল্পী জীবনের অজানা গল্প এবং প্রাণবন্ত আড্ডা। পরিকল্পনা ও সঞ্চালনা ও উপস্থাপনা করেছেন রুকসানা কবীর কাকলী’র ।
উপস্থাপিকার সঙ্গে লং ড্রাইভে পথ চলতে চলতে গান নিয়ে আলাপচারিতায় অংশ নিয়েছেন শিল্পী। শিল্পীরা সচরাচর শ্রোতাদের জন্য গান করেন এটাই স্বাভাবিক নিয়ম, কিন্তু উপস্থাপিকার অনুরোধে অনুষ্ঠানে নিজেই শ্রোতা
বনে গিয়েছিলেন মমতাজ। মনপুরা চলচ্চিত্রের আগে যদি জানতামরে বন্ধু গানটি শুনে গানের নেপথ্যের গল্প বলে স্মৃতি রোমন্থন করেন তিনি। ভ্রমণের পাশাপাশি কখনও কফি শপে গিয়ে উষ্ণ মগে চুমুক দিয়ে বলেছেন নিজের সঙ্গীত জীবনের অজানা অনেক কথা। আবার পাঁচ তারকা হোটেলের লনে বসে জানিয়েছেন নিজের পছন্দের গান এবং গান নিয়ে ভাবনার কথা।
পাংখা, এক বালিশে দুই মাথা, আগে যদি জানতামরে বন্ধু, বুকটা ফাইটা যায় ছাড়াও অনুষ্ঠানে শিল্পী একটি নতুন গান পরিবেশন করেছেন। গানগুলো চিত্রায়ন করা হয়েছে বসুন্ধরাস্থ এটিএন বাংলার স্টুডিওতে। মুকাদ্দেম বাবু’র পরিচালনায় ‘কিছু গল্প কিছু গান’ অনুষ্ঠানটি এর আগে রোজার ঈদের বিশেষ অনুষ্ঠানমালায় প্রচার হয়।
মমতাজের কিছু গল্প কিছু গান অনুষ্ঠানটি প্রচারিত হবে ৮ জানুয়ারি রাত ১১টা এটিএন বাংলায়।
সাতদিন/এমজেড