সেরা আমি সঙ্গে মা’র গ্রান্ড ফিনালে
১৬ জানুয়ারি বিকাল ৫ টা ৩০ মি:, আরটিভি
মা ও শিশুর জুটি নিয়ে পারফর্মেন্স-ভিত্তিক রিয়েলিটি শো ‘সেরা আমি সঙ্গে মা-সিজন ৩’। সারাদেশ থেকে এর অডিশনে অংশ নিয়েছেন অসংখ্য মা ও তারঁ সন্তান। ৭ থেকে ১২ বছরের শিশুরা তাদের মা’কে নিয়ে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
৮ জানুয়ারি বৃহস্পতিবার রাত ৭ টা ৩০ মিনিটে জমকালো আয়োজনে এ শোটির গ্রান্ড ফিনালে অনুষ্ঠিত হবে। ‘সেরা আমি সঙ্গে মা- সিজন ৩’ এর বিচারক হিসেবে আছেন বিশিষ্ট অভিনেত্রী শম্পা রেজা, সাবেরী আলম ও বিশিষ্ট নৃত্যশিল্পী মুনমুন আহমেদ।
জনপ্রিয় এ রিয়েলিটি শো’টি প্রযোজনা করছেন শিবলী জিয়া।
সাতদিন/এমজেড/৭জানুয়ারি২০১৫