রাত ৮টা ৩০মি, দেশ টিভি
ফ্যাশন বিষয়ক অনুষ্ঠান
স্টাইল এ্যান্ড ফ্যাশন
উপস্থাপনা: জেবিন
প্রযোজনা: আমজাদ সুজন
সকলেই চায় দশজনের ভীড়ে নিজেকে আলাদা করে উপস্থাপন করতে। নিজেকে আরো স্টাইলিস্ট এবং আরো আকর্ষণীয় করে উপস্থাপন করার নানান উপায় জানাতেই প্রচারিত হচ্ছে স্টাইল বিষয়ক এক ব্যতিক্রমী অনুষ্ঠান স্টাইল এন্ড ফ্যাশন। স্টাইল এন্ড ফ্যাশন অনুষ্ঠানটি দর্শকদের পাশে থাকছে স্টাইল গাইড হিসেবে। ফ্যাশনের জগতের পরিবর্তনের মাঝে সমসাময়িক বিভিন্ন ফ্যাশন ট্রেন্ডের খোঁজখবর নিয়ে অনুষ্ঠানটিতে থাকছে বিভিন্ন উপস্থাপনা। অনুষ্ঠানে আরও থাকছে বুটিক হাউজগুলোর সমসাময়িক ফ্যাশন কালেকশন নিয়ে ফ্যাশন-শো, থাকছে কোন ডিজাইনের এবং কোন রংয়ের পোষাক আপনার জন্য সময়ের সাথে মানানসই হবে সে সম্পর্কে হাল ফ্যাশন নিয়ে একজন ডিজাইনারের মতামত, পোষাকের পাশাপাশি সাজগুজের অন্যান্য অনুষঙ্গ যেমন জুয়েলারি, চুড়ি, কসমেটিকসহ বিভিন্ন আইটেমের খোঁজখবর, মেকাপের মাধ্যমে সৌন্দর্যকে আরো আকর্ষণীয় করতে থাকছে মেকওভার আর সেই সাথে মেকাপ সম্পর্কিত রূপবিশেষজ্ঞের নানান পরামর্শ, রূপের সাথে স্বাস্থ্য সচেতনতার জন্য থাকছে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ।
দেশটিভির স্টাইল এন্ড ফ্যাশন বিষয়ক এই অনুষ্ঠানটি প্রচারিত হবে বৃহম্পতিবার রাত ৮টা ৩০ মিনিটে। আমজাদ সুজন-এর প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন জেবিন। অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হয় রাত ৩টা ৩০ মিনিটে।
সাতদিন/এমজেড