চলচ্চিত্র প্রদর্শনী
ম্যায়নে দিল্লি নেহি দেখা
৯ জানুয়ারি বিকাল ৪টা, নিবন্ধন শুরু হবে বিকাল সাড়ে ৩টায়
পাঠশালা সিনেক্লাব, ধানমণ্ডি, ঢাকা
পরিচালনা: হুমায়রা বিলকিস
চলচ্চিত্রের নাম ‘ম্যায়নে দিল্লি নেহি দেখা’ বা ‘আই অ্যাম ইয়েট টু সি দিল্লি’। বাংলায় বলা যায় ‘আমি দিল্লি দেখিনি’। নির্মাতার নিজের অভিজ্ঞতার মধ্য দিয়ে জগত ও পারিপার্শিকতাকে বোঝার চেষ্টা করেন এবং দর্শকদের সামনে উপস্থাপন করেন নিজের অভিজ্ঞতা। ইউরোপে এ ধরণের প্রামাণ্যচলচ্চিত্র নির্মাণের প্রচলন শুরু হয়েছে বেশ আগেই। বাংলাদেশেও চলছে এ নিয়ে পরীক্ষা নীরিক্ষা।
হুমায়রা বিলকিসের চলচ্চিত্র ‘ম্যাঁয়নে দিল্লি নেহি দেখা’ চলচ্চিত্রটিতে দেখা যায় নির্মাতা দিল্লি শহরে এক আগন্তুক হিসবে উপস্থিত হন। সেখানে তিনি শহরের বাসিন্দাদের জীবন, কার্যকলাপ এবং নিজের অভিজ্ঞতার মধ্য দিয়ে শহরটিকে বোঝার চেষ্টা করেন। দিল্লি শহরে রয়েছে অনেক ঐতিহাসিক স্থান, প্রত্নতাত্বিক নিদর্শন এবং জাদুঘর। কিন্তু, নির্মাতা এসবের মাধ্য দিয়ে দিল্লিকে বুঝতে চাননি। দিল্লির বাসিন্দাদের জীবন যাত্রার মাঝেই প্রকৃত দিল্লির পরিচয় পাওয়া যাবে। এমনই এক ধারণা যেন উপস্থাপন করছে চলচ্চিত্রটি।
চলচ্চিত্রটি প্রদর্শিত হবে পাঠশালা সিনেক্লাবে, বিকাল ৪টায়। ঢাকার ধানমণ্ডিস্থ দৃক গ্যালারির পেছনে এই ক্লাবটির অবস্থান। প্রদর্শনীর আগে বিকাল সাড়ে ৩টা থেকে ৪টা পর্যন্ত নিবন্ধন চলবে। ১০০ টাকার বিনিময়ে যে কেউ নিবন্ধন করতে পারবেন। তবে আসন সংখ্যা সীমিত (৩০ জন)।
চলচ্চিত্র প্রদর্শনী শেষে রিফ্রেশমেন্টের ব্যবস্থা থাকছে। এরপর থাকছে ‘ডকুমেন্টারি এন্ড ফিকশন—দ্য ফাইন লাইন উইদইন’ শীর্ষক আলোচনা।
সাতদিন/এমজেড/৮জানুয়ারি২০১৫