একক নাটক- অসমাপ্ত উপাখ্যান
৯ জানুয়ারি রাত ৯টা ৩০ মিনিট চ্যানেল নাইন
রচনা- মোস্তফা মনন
পরিচালনা- শাহীন স্বাধীন
অভিনয়- তারিন, জিতু আহসান, মনির খান শিমুল মহুয়া
প্রথাগত বিরোধী, উদাসীন, ভুলোমনা, আড্ডাবাজ এবং একজন প্রতিভাময়ী চিত্রশিল্পি অয়নকে বিয়ে করার দেড় বছরের মাথায় উন্নত জীবনের সন্ধানে প্রতিনিয়ত ছুটতে থাকা কর্পোরেট অফিসার রুবা একক সিদ্ধান্তে উকিলের দারখাস্থ হয়। উকিল তিন মাসের মধ্যে ডির্ভোস কার্যকর হবে জানালে আশ্রয়হীন অয়ন তার আগের জীবনে ফিরে যাওয়ার জন্য অনুরোধে রুবার ফ্ল্যাটে কিছুদিন থাকার আশ্রয় মিলে। পুনরায় একই ছাদের নীচে কিছুদিন এবং বিচ্ছেদ হয়ে কিছুদিন থাকার পরে অয়ন এবং রুবার ক্ষীণ আশা নিয়ে ভালবাসার টানে যখন দুজন ছুটে আসে আর তখনি নব্বই দিনের মাথায় ডির্ভোস পেপার ঠিক করে দেই দুই মতাদর্শ মানুষের আসল বাস্তবতা।
চ্যানেল নাইনে ৯ জানুয়ারি রাত ৯টা ৩০মিনিটে প্রচারিত হবে একক নাটক ‘অসমাপ্ত উপাখ্যান’। নাটকটি রচনায় মোস্তফা মনন এবং পরিচালনা শাহীন স্বাধীন। অভিনয় করেছেন তারিন, জিতু আহসান, মনির খান শিমুল, মহুয়া প্রমুখ।