আমার আমি

ইরেশ যাকের, অর্ণব অন্তু ও মারিয়া নূর

১০ জানুয়ারি রাত ৯টা ৫ মি বাংলাভিশন

উপস্থাপনা- রূমানা মালিক মুনমুন
আমার আমি’তে এবারের অতিথি আলোচিত তিন মডেল ইরেশ যাকের, অর্ণব অন্তু ও মারিয়া নূর। অনুষ্ঠানে তাঁরা কথা বলেছেন বিজ্ঞাপনে কাজ করার বিভিন্ন বিষয় নিয়ে। এছাড়া আরও বলেছেন ব্যাক্তিজীবনের গল্পসহ নানা গুরুত্বপূর্ণ ঘটনা, জানা অজানা তথ্যসহ ভবিষ্যতের পরিকল্পনার কথা।
রূমানা মালিক মুনমুনের উপস্থাপনায় ‘আমার আমি’র এই পর্বটি বাংলাভিশনে প্রচার হবে ১০ জানুয়ারি, রাত ৯টা ৫ মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সাজ্জাদ হুসাইন।


আড্ডা ও আলোচনা

 >  Last ›