নাটক- আলাল দুলাল ৩য় পত্র
৯ জানুয়ারি সকাল ১১টা ১০ মি এটিএন বাংলা
অভিনয়- জাহিদ হাসান, বিন্দু, স্নেহা, অলিউল হক রুমি, রাশেদা চৌধুরী, সোলাইমান খোকা, দেব মিঠু, এবং মীর সাব্বির
রচনা ও পরিচালনা- মীর সাব্বির
আলাল দুলাল মেসে জীবনযাপন করে। দুজনার দুজনার প্রতি রয়েছে অগাধবিশ্বাস ভালোবাসা এবং শ্রদ্ধা। পত্রিকায় বিজ্ঞাপন দেখে দুলালে এবার আলালের বিয়ে দেবার জন্য উঠেপড়ে লাগে। কানাডা প্রবাসী কন্যার জন্য নিস্কন্টক পাত্র আবশ্যক এই বিজ্ঞাপনে উদ্ভুদ্ধ হয়ে তারা যোগাযোগ করে পাত্রীপক্ষের সঙ্গে। সেখানে ঘটে কিছু মজার ঘটনা। নানাবিধ ঘটনায় আলাল কি শেষ পর্যন্ত বিয়ে করতে পারে? দুলাল কি আলালের জন্য সুন্দরী পাত্রী এবং কানাডা যাবার ব্যাবস্থা কি করতে পারে? এই প্রশ্নের উত্তরের অপেক্ষায় দর্শকদের চোখ রাখতে হবে আলাল দুলাল (৩য় পত্র) এই নাটকে।
এটিএন বাংলায় শুক্রবার বেলা ১১টা ১০ মিনিটে প্রচার হবে মীর সাব্বিরের রচনা ও পরিচালনায় নাটক ‘আলাল দুলাল ৩য় পত্র’। নাটকে অভিনয় করেছেন জাহিদ হাসান, বিন্দু, স্নেহা, অলিউল হক রুমি, রাশেদা চৌধুরী, সোলাইমান খোকা, দেব মিঠু, এবং মীর সাব্বির।
সাতদিন/জেকে/৯ জান ১৫