কবির কবিতা পাঠ-এর অতিথি
কবি কাজল শাহনেওয়াজ
১০ জানুয়ারি বিকাল ৪টা ৩০ মি:
সেমিনার কক্ষ ১, জাতীয় গণগ্রন্থাগার, শাহবাগ
গালুমগিরি সংঘের উদ্যোগে নিয়মিত মাসিক অনুষ্ঠান 'কবির কবিতা পাঠ'। এ বারের অনুষ্ঠানে কবিতা নিয়ে হাজির হচ্ছেন কবি কাজল শাহনেওয়াজ। এই আয়োজনের বিশেষ আকর্ষণ ‘পাঠকের মুখোমুখি কবি’। অনুষ্ঠানের এই অংশে উপস্থিত কবি, শ্রোতারা সাহিত্যসংশ্লিষ্ট প্রশ্ন করবেন কবিকে, কবি উত্তর দেবেন। তবে সব প্রশ্ন অনুষ্ঠানের আগে চিরকুটে লিখে সমন্বয়ককে জমা দিতে হবে।
কবি কাজল শাহনেওয়াজ-এর জন্ম ১৯৬১ সালে। আশির দশক থেকে লেখালেখির সাথে যুক্ত আছেন। কবিতার পাশাপাশো গল্পও লিখেছেন। ‘বিকল্পকবিতা’ নামে একটি সাহিত্য পত্রিকার সাথে কাজ করার মধ্য দিয়ে তিনি ঢাকার সাহিত্য জগতে আসেন। আশির দশকে ‘ফৃ’ নামের আরেকটি পত্রিকার সাথে যুক্ত ছিলেন। ‘ছাঁট কাগজের মলাট’, ‘জলমগ্ন পাঠশালা’, ‘আমার শ্বাসমূল’, ‘কাঠকয়লায় আঁকা তোমাকে আমার’ ‘তাল গাছ ও হাতির বাচ্চা’ ইত্যাদি তাঁর কবিতার বই। তাঁর লেখা গল্পের বইগুলোর মধ্যে রয়েছে—‘কাছিমগালা’, ‘গতকাল লাল’ ইত্যাদি।
আলোচক হিসেবে এই আয়োজনে থাকছেন সুমন রহমান ও ইমরুল হাসান। পুরো আয়োজনটি পরিকল্পনা ও সমন্বয়ের দায়িত্বে আছেন শিমুল সালাহ্উদ্দিন।
সাতদিন/এমজেড/৮জানুয়ারি২০১৫