সকালের ডায়রী ও হাওয়া লাগে গানের পালে

এবারের অতিথি সালমা আকবর

১০ জানুয়ারি সকাল ৭টা ৩০ মি:, এসএ টিভি

রবীন্দ্রসঙ্গীত শিল্পী সালমা আকবর আসছেন এসএ টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান ‘সকালের ডায়রী ও হাওয়া লাগে গানের পালে’র অতিথি হয়ে।

প্রতিদিন সকালে এক বা একাধিক অতিথির সাথে আড্ডা ও আড্ডার মাঝে সকালের আবহে যায় এমন গানের সমন্বয়ে নির্মাণ করা হয়েছে ‘সকালের ডায়েরী ও হাওয়া লাগে গানের পালে’ শিরোনামের অনুষ্ঠানটি। গানগুলো সরাসরি গাওয়া হবে না। এগুলো এসএটিভি’তে প্রচারিত বিভিন্ন সঙ্গীতানুষ্ঠান থেকে নেয়া হবে। কখনও অতিথি যদি সঙ্গীতশিল্পী হন সেক্ষেত্রে তাঁর সুবিধার জন্য একটি হারমোনিয়াম বা অন্য কোনও বাদ্যযন্ত্র থাকতে পারে। একজন উপস্থাপকের উপস্থাপনায় অনুষ্ঠানটি সঞ্চালিত হবে।

অনুষ্ঠানের সম্ভাব্য সেগমেন্টসমূহ হল অতিথির সাথে আড্ডা, গান শোনা, রাশিচক্র, নানান কিছুর উপর ছোট ছোট প্যাকেজ, জন্মদিনের শুভেচ্ছা, বিভিন্ন বিষয়ে টিপস, বাড়ির আসবাবপত্র, তাৎক্ষণিক চিকিৎসা।
সাতদিন/জেকে/১০জানুয়ারি২০১৫


আড্ডা ও আলোচনা

 >  Last ›