সন্ধ্যা ৭টা, ৬ সেপ্টেম্বর, শিল্পকলা একাডেমি, ঢাকা
নাট্যপ্রয়াস-এর প্রযোজনায় ‘সুবচন নির্বাসনে’
ঢাকার সেগুনবাগিচায় অবস্থিত শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার মিলনায়তনে মঞ্চস্থ হতে যাচ্ছে আব্দুল্লাহ আল মামুন রচিত নাটক ‘সুবচন নির্বাসনে’। শিশির রহমানের নির্দেশনায় নাটকটি মঞ্চায়ন করবে নাট্যদল ‘নাট্যপ্রয়াস’। নাটকটি রচিত হয়েছে স্বাধীনতা পরবর্তি সামাজিক ও রাজনৈতিক প্রক্ষাপটে।
অনেক স্বপ্ন নিয়ে স্বাধীন হওয়া বাংলাদেশের মাটিতে সুযোগ সন্ধানী মুনাফালোভী মানুষেরা ছড়িয়ে দিতে থাকে নীতি-নৈতিকতা বিবর্জিত ভোগবাদী চেতনার বিষবাষ্প। এই পরিস্থিতে মানবতার মুক্তি আসবে কোন পথে তা এক প্রশ্ন হয়ে দাঁড়ায়। নাটকটি দর্শকদের সামনে এই সমস্যার সরূপ উদঘাটন করে। নাটকটিতে বিভিন্ন ভূমিকায় অভিনয় করছেন সানাউল হক, পলাশ, ইমন পাল, কামরুল হাসান প্রমূখ।
সাতদিন/এমজেড