বেলাশেষে’র অতিথি শিল্পী কালিদাস কর্মকার

১০ জানুয়ারি বিকাল ৫টা ৩০ মি:, এসএ টিভি

প্রযোজনা: কাজী চপল

এস টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান বেলাশেষে। আড্ড-আলোচনার এই অনুষ্ঠানের প্রতি পর্বে একজন সেলিব্রেটি অতিথি হিসেবে উপস্থিত থাকেন। গল্প আর আলাপের মাধ্যমে তিনি জানান তাঁর জীবনের নানা অজানা কথা, ভবিষ্যতের পরিকল্পনা ইত্যাদি বিষয়। অনুষ্ঠানটির এবারের পর্বের অতিথি শিল্পী কালিদাস কর্মকার।

শিল্পী কালিদাস কর্মকার জন্মগ্রাহণ করেন ১০ জানুয়ারী, ১৯৪৬ খৃ:। ১৯৭৬ সালের আগস্ট মাসে বাংলাদেশ শিল্পকলা একাডেমির গ্যালারিতে অনুষ্ঠিত তাঁর প্রথম একক প্রদর্শনীর মাধ্যমে নিজেকে অন্যতম শিল্পী হিসেবে তুলে ধরেন। তিনি নিজেকে একজন পরীক্ষিত শিল্পী হিসাবে আলাদা করে আজও একক অবস্থান ধরে আছেন। তিনি তাঁর সুনিপুণ শৈল্পিক দক্ষতায়, দার্শনিক মনোভাব, দু:সাহসিক গতানুগতিক উপকরণ এবং মিডিয়ার মাধ্যমে আমদের সকলকে মুগ্ধ করেছেন। বিশেষ করে তাঁর শিল্পকর্মের মিশ্র মিডিয়া কৌশলে তিনি একজন সুনিপুণ গ্রাফিক শিল্পী। তিনি ফরাসী একাধিক রঙের শিল্পকর্মের (সান্দ্রতা প্রক্রিয়া) মধ্যে বিশেষ স্থান অধিকার করে আছেন এবং তাঁর কাজ করার অভিজ্ঞতা আছে বিশ্ব বিখ্যাত শিল্পী এস ডাব্লিউ হেটারের সাথে যিনি ১৯৩০ সালে প্যারিসের আটলায়ার-১৭ তে সান্দ্রতা কৌশল আবিষ্কার করেন।

এ পর্যন্ততার দেশে বিদেশে নির্বাচিত একক চিত্রপ্রদর্শনীর সংখ্যা ৭০। তিনি বহুআন্তর্জাতিক দলীয় প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন ও আন্তর্জাতিক সম্মান লাভ করেছেন। তিনি ১৯৭৬ সন থেকে ফ্রি ল্যান্স শিল্পী হিসেবে দেশেবিদেশে কাজ করে আসছেন। শিল্পী কালিদাসের ছবি বর্তমান সময়, অবিশ্রান্ত, মানবীয় অভিজ্ঞতার সম্পর্কের ভাষা মূর্ত করে তোলে। তার ছবির শেকড় গাঁথা এ জনপদেরই মাটিতে। এ ভূখন্ডের যাপন প্রনালী, নানা ধর্মের সমন্বয়, লোকশিল্পের নানা প্রতীক উপাদন হিসেবে এসেছে শিল্পী কালিদাসের চিত্রকলায়। তিনি অবিরত পোল্যান্ড থেকে প্যারিস, তুরস্ক থেকে টোকিও, ব্রাজিল থেকে বেইজিং ভ্রমণ করেছেন এবং প্রতিবারই স্বদেশের প্রতিটি অনুষ্ঠানে ফিরে আসেন আবেগের বশে।


কাজী চপলের প্রযোজনায় অনুষ্ঠানটি এসএটিভিতে প্রচারিত হয় বিকাল ৫টা ৩০ মিনিটে।


আড্ডা ও আলোচনা

 >  Last ›