হাবিব ওয়াহিদের একক সংগীতসন্ধ্যা
৯ জানুয়ারি বিকাল ৫টা
ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র, ধানমণ্ডি, ঢাকা
পিতা ফেরদৌস ওয়াহিদের অনুপ্রেরণায় ছোটবেলা থেকেই সংগীতে আগ্রহী হয়ে উঠেন হাবিব ওয়ায়িদ। তিনি ইংল্যান্ডের স্কুল অফ অডিও ইঞ্জিনিয়ারিং-এ সংগীত এবং অডিও ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করেন। হাবিবের প্রথম অ্যালবাম ‘কৃষ্ণ’। এতে বাংলার লোকসংগীত ও আধুনিক পপসংগীতের ফিউশন দেখা যায়। এই অ্যালবামটি ব্যাপক জনপ্রিয়তা পেলে সংগীত জগতে হাবিব শক্ত অবস্থানে আসে।
এরপর হাবিবের আরও পাঁচটি অ্যালবাম প্রকাশিত হয়। সাথে সাথে তিনি চলচ্চিত্রে সংগীত পরিচালক হিসেবেও কাজ করতে থাকেন। ২০১১ সালে তিনি শ্রেষ্ঠ সংগীত পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।
‘দিন গেল’, ‘মায়া লাগাইসে’, ‘ভালো বাসবো’র মত জনপ্রিয় গানের রূপকার হাবিব এবার ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে সংগীত পরিবেশন করবেন।
সাতদিন/এমজেড/৮জানুয়ারি২০১৫