সন্ধ্যা ৭টা ৪০মি. আর টিভি
বিয়ে বিষয়ক অনুষ্ঠান
এক্সট্রা অর্ডিনারী ব্রাইডাল সিজন
উপস্থাপনা: মাসুমা রহমান নাবিলা
সামনে আসছে শীত। পড়বে বিয়ের ধুম। আমাদের দেশে বিয়ের অনুষ্ঠানগুলো মূলত শীতকালেই হয়ে থাকে। তাই আরটিভিতে শুরু হচ্ছে বিয়ে বিষয়ক অনুষ্ঠান ভাটিকা ‘এক্সট্রা অর্ডিনারী ব্রাইডাল সিজন’। বিয়ের নানা প্রয়োজনীয় বিষয়ক এ অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন জনপ্রিয় উপস্থাপিকা ও মডেল নাবিলা।
ভাটিকা এক্সট্রা অর্ডিনারী ব্রাইডাল সিজন অনুষ্ঠানে থাকছে বিয়ে নিয়ে নানা সেগমেন্ট। সোহেল রানা বিদ্যুতের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচার হবে আরটিভিতে প্রতি শনিবার রাত ৭ টা ৪০ মিনিটে।