মঞ্চে আবার

আশ্চর্য সুন্দর এই বেঁচে থাকা

১১ জানুয়ারি সন্ধ্যা ৬টা ৩০ মি:

পরীক্ষণ থিয়েটার হল, শিল্পকলা একাডেমি, ঢাকা

তারেক মাসুদ সাংস্কৃতিক কেন্দ্রের প্রথম প্রযোজনা ‘আশ্চর্য সুন্দর এই বেঁচে থাকা’। নাটকটির মূল রচয়িতা মার্কিন সাংবাদিক এবং লেখিকা লুইজি ব্রায়ান্ট। নাটকটির ভাষান্তর ও নির্দেশনায় রয়েছেন রুবাইয়াৎ আহমেদ। এতে অভিনয় করেছেন চিন্ময়ী গুপ্তা, এহসান পনির, চন্দন বোস, সংগীত মিত্র, সৈয়দা রুনা মাসুদ, জগদিশ বিশ্বাস প্রমূখ।

এক তরুণ কবি ও তরুণী নৃত্যশিল্পী আত্মহত্যার জন্য একই স্থানে আসে। সেখানে তাদের নিয়ে খেলায় মেতে ওঠে দুই অতিলৌকিক চরিত্র জীবন ও মৃত্যু। জীবন চায় তাদের বাঁচাতে আর মৃত্যু নিতে চায় ছিনিয়ে। অবশেষে নানা ঘটনার মধ্যদিয়ে জয়ী হয় জীবন। আর তরুণ-তরুণী পরম্পরের মাঝে পায় কাঙ্ক্ষিত মানুষের সন্ধান। তারা ভালবাসে একে অপরকে। তারা বেঁচে থাকার সিদ্ধান্ত নেয়।

এমনই এক গল্প মঞ্চে উপস্থাপন করে ‘আশ্চর্য সুন্দর এই বেঁচে থাকা’। নাটকটি প্রথম মঞ্চে এসেছিল গত বছর মার্চ মাসে। এরপর বেশ কয়েকবার নাটকটির মঞ্চায়ন হয়েছে।

সাতদিন/এমজেড/১০জানুয়ারি২০১৫


প্রদর্শনী

 >  Last ›