গাজি টিভিতে ইংলিশ প্রিমিয়ার লিগ

২৫ মে খেলা:

বিকাল ৩টা

চেলসি বনাম সান্ডারল্যান্ড

তারকা খচিত দল, খেলোয়াড়, তীব্র প্রতিদ্বন্দ্বিতা, সব মিলিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ হয়ে উঠেছে বিশ্বের সবচাইতে আকর্ষণীয় ফুটবল লিগগুলোর একটি। শুরু হয়েছে প্রিমিয়ার লিগের নতুন মৌসুম। গতবারের মতো এবারও শিরোপার দাবিদার অন্তত পাঁচটি দল। বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে সিংহাসনচ্যুত করতে প্রস্তুত ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি, লিভারপুর ও আর্সেনাল। এছাড়া বিগ ফাইনালের জন্য মাথাব্যথার কারণ হতে পারে টটেনহ্যাম ও এভারটনের মতো মাঝারি সারির দলগুলো।

আর বাংলাদেশী দর্শকদের ফুটবল উত্তেজনা আরও একধাপ বাড়িয়ে দিতে জিটিভি প্রচার করছে ইংলিশ প্রিমিয়ার লীগ। আসরের জনপ্রিয় দল গুলোর গুরুত্বপূর্ন ম্যাচ গুলো সরাসরি সম্পচার করবে চ্যানেলটি।

লিগ চলাকালীন সময়ে খেলার আগে ও পরে জিটিভি প্রচার করবে বিশেষ টক শো ‘ফুটবল ইনসাইড’। জনপ্রিয় টিভি উপস্থাপক ও আর জে মারিয়ার উপস্থাপনায় এতে ফুটবল নিয়ে আলোচনা করবেন বাংরাদেশের জনপ্রিয় সব ফুটবল সেলিব্রেটি। অনুষ্ঠানটি প্রযোজনায় থাকবেন অনন্ত জাহিদ ও নজরুল ইসলাম খান।

সাতদিন/এমজেড

২৫ মে ২০১৫

স্পোর্টস

 >