অক্সফোর্ডের থিয়েটার ফোকস-এর প্রযোজনা
ঢাকার মঞ্চে যমুনা
১১ ও ১২ জানুয়ারি সন্ধ্যা ৬টা ৩০ মি:
স্টুডিও থিয়েটার হল, শিল্পকলা একডেমি, ঢাকা
বাংলাদেশের নাট্যদল দেশ নাটক ও বটতলা’র আমন্ত্রণে ঢাকা সফরে এসেছে অক্সফোর্ডের নাট্যদল থিয়েটার ফোকস। নাট্যদলটি ঢাকার মঞ্চে আনছে ইংরেজি ভাষার নাটক ‘যমুনা’।
‘যমুনা’ শিরোনামের নাটকটিতে উঠে এসেছে বাংলাদেশেরই এক নারীর গল্প। মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা এই নারীর নাম যমুনা। যুদ্ধ শেষে তিনি দ্বিধান্বিত হয়ে পড়েন। সমাজ তাকে কিভাবে গ্রহণ করবে সে কথা ভেবে কুঁকড়ে গেলেন এই নারী। কিন্তু থেমে থাকার পাত্রী নন তিনি। শরু হল তাঁর নতুন যুদ্ধ।
যমুনা নিজের অব্যক্ত সব কথা প্রকাশ করতে লাগলেন তাঁর নিজের শিল্পকর্মের মধ্য দিয়ে। ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে তৈরি করতে লাগলেন ভাস্কর্য। ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী’র জীবন সংগ্রামকে অবলম্বন করেই রচিত হয়েছে এই নাটক।
মোহাম্মদ আলী হায়দার-এর নির্দেশনায় এ নাটকে অভিনয় করছেন সেলিনা শেলী, মাঞ্জুরুল হুসাইন, অদিতা হাসান, নোলক, অনিন্দিতা সরকার, সাদিয়া আহমেদ ও সোমা।
নাটকটি ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে মঞ্চস্থ হয়েছে। ১১ ও ১২ জানুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে নাটকটি মঞ্চস্থ হবে।
সাতদিন/এমজেড/১০জানুয়ারি২০১৫