বিশ্বজিৎ গোস্বামী’র একক চিত্রপ্রদর্শনী

১১ থেকে ২৪ জানুয়ারি

বেঙ্গল আর্ট লাউঞ্জ, গুলশান-১

১১ জানুয়ারি সন্ধ্যা ৬টায় উদ্বোধন করা হবে শিল্পী বিশ্বজিৎ গোস্বামী শিল্পকর্ম নিয়ে প্রদর্শনী ‘ইন মোশন’। এই প্রদর্শনীতে শিল্পী মানব শরীরের নানা ভঙ্গী তুলে ধরেছেন। তাঁর ক্যানভাসে উঠে ফুটে উঠেছে শরীরের বিভিন্ন অংশ এবং এগুলো গতিশীলতাকে নির্দেশ করছে। অনেকক্ষেত্রে শরীরের বিভিন্ন অংশকে অতিমাত্রায় বড় করে ফোকাস করেছেন এবং এভাবে সৃষ্টি করেছেন নিজস্ব ভাষা।

শিল্পী বিশ্বজিৎ গোস্বামী’র জন্ম ১৯৮১ সালে, নেত্রকোনায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ হতে পেইন্টিং-এ স্নাতক ডিগ্রি লাভ করেন। এরপর শান্তিনিকেতনের বিশ্ব-ভারতী বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর করেন। ২০১১ সালে শিল্পীর প্রথম একক চিত্রপ্রদর্শনী হয়। এ ছাড়া তিনি বহু দলীয় প্রদর্শনীতে অংশ নিয়ে নিয়েছেন।

‘ইন মোশন’ শীর্ষক প্রদর্শনীটি ১১ থেকে ২৪ জানুয়ারি প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

সাতদিন/এমজেড/১০জানুয়ারি২০১৫


প্রদর্শনী

 >  Last ›