টি উইথ টুটলি-তে আলিফ লায়লা
১১ জানুয়ারি রাত ৯ টা ১০ মি: মাছরাঙা টেলিভিশন
সেতার-শিল্পী আলিফ লায়লার জন্ম ও বেড়ে ওঠা ঢাকা শহরে। সেনিয়া মাইহার ঘরানার এই শিল্পী অল্প বয়সে সেতারে তালিম নিতে শুরু করেন নজরুল একাডেমিতে। সেখানে ওস্তাদ কাশেম খাঁ-এর তত্বাবধানে তিনি সংগীত সাধনা চালিয়ে যান। উল্লেখ্য, ওস্তাদ কাসেম খাঁ সম্পর্কে উপমহাদেশের বিখ্যাত সুরসাধক মাইহার সেনিয়া ঘরানার প্রতিষ্ঠাতা ওস্তাদ আলাউদ্দিন খাঁ-এর ভাতিজা। পরবর্তীতে তিনি যুক্তরাষ্ট্রে চলে যান এবং সেখানে পার্থ চ্যাটার্জী ও কৃষ্ণ ভাট-এর কাছে তালিম নিতে থাকেন। এ ছাড়া সেখানে কিংবদন্তী সরোদ শিল্পী ওস্তাদ আলী আকবর খাঁ-এর সান্নিধ্য অর্জনের বিরল সৌভাগ্য ঘটে তাঁর।
শিল্পকলা একাডেমি’র বিশেষ আয়োজনে সেতার বাজাবেন এই গুণী শিল্পী। এবারের আয়োজনে আলিফ লায়লাকে তবলায় সহযোগীতা করবেন ভারতীয় তবলা-শিল্পী অনুভ্রতা চ্যাটার্জী। উল্লেখ্য, তিনি প্রখ্যাত তবলা-শিল্পী পণ্ডিত অনিন্দ্য চ্যাটার্জী’র পুত্র। অল্প বয়সেই তিনি পিতার কাছে তবলায় প্রশিক্ষণ নিতে শুরু করেন। এ ছাড়া প্রবাদপ্রতীম গুরু পণ্ডিত জ্ঞানপ্রকাশ ঘোষের কাছে তালিম নিয়েছেন তিনি।
মাছরাঙা টেলিভিশনের সেলিব্রেটি শো ‘টি উইথ টুটলি’-তে অতিথি হিসেবে আসছেন এই গুণী শিল্পী। অনুষ্ঠানে প্রাণবন্ত আড্ডায় নিজের সংগীতজীবন, ব্যক্তিজীবন, লাইফস্টাইল, পথচলার নানা অভিজ্ঞতা, মজার ঘটনাসহ অনেক অজানা বিষয়ে কথা বলবেন আলিফ লায়লা। টুটলি রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রকিবুল আলম।
সাতদিন/এমজেড/১০জানুয়ারি২০১৫